‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

ছোট পর্দার জনপ্রিয় জুটি কেয়া পায়েল ও খায়রুল বাসার অভিনয় দর্শকদের সবসময় মুগ্ধ করে। তবে সম্প্রতি কেয়া পায়েলের একটি সামাজিক মাধ্যমে পোস্ট নতুন জল্পনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
পায়েল নিজের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে খায়রুলের সঙ্গে তিনি হাসিখুশি ভঙ্গিতে রয়েছেন। ছবির ক্যাপশনটি ভক্তদের দৃষ্টি কেড়েছে—“যদি সত্যিই জানতে চাও, তোমাকে চাই।”
ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই নাটকের সংলাপের অংশ, নাকি এর আড়ালে আছে কোনো ব্যক্তিগত বার্তা?
বিজ্ঞাপন
বর্তমানে এই জুটি ‘এটা আমাদেরই গল্প’ শিরোনামের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন, যা পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। পারিবারিক আবেগ ও সম্পর্কের জটিলতা কেন্দ্র করে নির্মিত এই নাটকটি পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’-এর অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: পোশাকে স্বামীর পদবি, আলোচনায় আলিয়া ভাট
নাটকের গল্প এবং কেয়া-পায়েল ও খায়রুলের অনস্ক্রিন রসায়ন ইতিমধ্যেই দর্শক মহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে।








