Logo

‘বর্ডার ২’ মুক্তির আগেই বরুণ ধাওয়ানের বড় অর্জন

profile picture
বিনোদন ডেস্ক
১২ জানুয়ারি, ২০২৬, ১৪:২৫
‘বর্ডার ২’ মুক্তির আগেই বরুণ ধাওয়ানের বড় অর্জন
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছে জেপি দত্তের কালজয়ী সিনেমা ‘বর্ডার’-এর সিক্যুয়েল। আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে বরুণ ধাওয়ান অভিনীত ‘বর্ডার ২’, যার জন্য দর্শকদের আগ্রহ তুঙ্গে। তবে সম্প্রতি বরুণকে নিয়ে সমালোচনা থাকায় সিনেমার দল কিছুটা উদ্বিগ্ন ছিল।

বিজ্ঞাপন

মুক্তির আগেই এই চাপ সরিয়ে বরুণ পেলেন বিশেষ এক প্রাপ্তি। সিনেমায় তিনি অভিনয় করেছেন পরমবীর চক্র বিজয়ী ভারতীয় সেনা কর্মকর্তা মেজর হোশিয়ার সিং দাহিয়ার চরিত্রে। সম্প্রতি ছবির একটি বিশেষ প্রিমিয়ারে উপস্থিত ছিলেন প্রয়াত কর্নেলের স্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সিনেমা দেখে তিনি বরুণকে দুহাত ভরে আশীর্বাদ করছেন। হাসিমুখে তিনি বলেন, “তুমি দুর্দান্ত কাজ করেছ। সিনেমা দেখে আমার খুব ভালো লাগল। অনেক শুভকামনা ও অভিনন্দন।” বরুণ ধাওয়ান মাথা নিচু করে শ্রদ্ধার সঙ্গে আশীর্বাদ নেন।

বিজ্ঞাপন

‘বর্ডার ২’ পরিচালনা করেছেন অনুরাগ সিং এবং এতে বরুণের সঙ্গে রয়েছেন সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেঠি। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, জেপি দত্ত এবং নিধি দত্ত।

১৯৯৭ সালের ব্লকবাস্টার ‘বর্ডার’-এর নস্টালজিয়া আর আধুনিক নির্মাণের সংমিশ্রণে এই সিক্যুয়েল বক্স অফিসে নতুন সাড়া ফেলার সম্ভাবনা রাখে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD