এইচআইভিতে আক্রান্ত দিশা পাটানির প্রেমিক!

বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে ঘিরে প্রেমের গুঞ্জন নিয়ে আবারও সরগরম বলিউড। ঠিক এমন সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় ও সতর্কতামূলক পোস্ট দিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন দিশার কথিত প্রেমিকের সাবেক প্রেমিকা। পোস্টটিকে ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা।
বিজ্ঞাপন
সম্প্রতি দিশা পাটানির সঙ্গে পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুর ঘনিষ্ঠতার খবর ছড়ায়। যদিও দিশা বা তালবিন্দরের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, তবুও বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় প্রেমের গুঞ্জন জোরালো হয়। এমন পরিস্থিতির মধ্যেই তালবিন্দরের সাবেক প্রেমিকা সোনি কৌরের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
ওই পোস্টে সোনি কৌর কারও নাম সরাসরি উল্লেখ না করলেও লেখার ভাষা ও ইঙ্গিত নিয়ে নেটদুনিয়ায় নানা ব্যাখ্যা তৈরি হয়েছে। তিনি লিখেছেন, বিষয়টি শুধু এইচআইভি বা যৌনবাহিত রোগের মধ্যেই সীমাবদ্ধ নয়; কিছু মানুষ অভিশাপ ও দুর্ভাগ্যও বয়ে আনে। তাই কার সঙ্গে শয্যাসঙ্গী হচ্ছেন, সে বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।
আরও পড়ুন: কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না : হিমি
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, পোস্টে নাম না থাকলেও নেটিজেনদের বড় একটি অংশ ধারণা করছেন—এই মন্তব্যটি তালবিন্দর সিং সিধুকে উদ্দেশ করেই লেখা। এর পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে, তবে কি দিশার সঙ্গে নাম জড়ানো এই গায়ককে ঘিরে কোনো গুরুতর অভিযোগের ইঙ্গিত দেওয়া হচ্ছে?
তবে এ বিষয়ে এখন পর্যন্ত দিশা পাটানি, তালবিন্দর সিং সিধু কিংবা সোনি কৌর—কেউই স্পষ্ট করে কিছু বলেননি। ফলে বিষয়টি এখনও গুঞ্জন ও ব্যাখ্যার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভাঙার পর দিশার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ আরও বেড়ে যায়। সম্প্রতি অভিনেত্রী কৃতি স্যাননের বোন নূপুর স্যাননের বিয়ের অনুষ্ঠানে দিশা ও তালবিন্দরের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এই নতুন প্রেমের জল্পনা শুরু হয়।
এই অবস্থায় তালবিন্দরের সাবেক প্রেমিকার এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দিশা পাটানির প্রেম গুঞ্জনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তবে সংশ্লিষ্ট কেউ মুখ না খোলায় পুরো বিষয়টি এখনো নিশ্চিত নয় বলেই মনে করছেন বিনোদন সংশ্লিষ্টরা।








