Logo

হন্ডুরাসে নারী কারাগারে সহিংসতায় নিহত ৪১

profile picture
জনবাণী ডেস্ক
২১ জুন, ২০২৩, ২০:০৯
35Shares
হন্ডুরাসে নারী কারাগারে সহিংসতায় নিহত ৪১
ছবি: সংগৃহীত

কারাগারের ভেতর দুই গ্যাং গ্রুপের মধ্যে প্রথমে সংঘর্ষ বাধে। যার মধ্যে একটি গ্রুপ সেলের ভেতর আগুন ধরিয়ে দেয়।

বিজ্ঞাপন

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস। দেশটির একটি নারী কারাগারের সহিংসতার ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষে এতে কমপক্ষে ৪১ জনের নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে।

জানা যায়, কারাগারের ভেতর দুই গ্যাং গ্রুপের মধ্যে প্রথমে সংঘর্ষ বাধে। যার মধ্যে একটি গ্রুপ সেলের ভেতর আগুন ধরিয়ে দেয়।

বিজ্ঞাপন

কারা কর্মকর্তারা জানান, নিহতদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। তবে তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধও হয়েছিলেন।

হন্ডুরাসের উপনিরাপত্তামন্ত্রী, জুলিসা ভিলানুভা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। যারা এ সহিংসতার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া আহতদের উদ্ধার এবং সহিংসতা থামাতে তাৎক্ষণিকভাবে দমকলকর্মী, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপ অনুমোদন করেন জুলিসা ভিলানুভা। তিনি বলেন, “মানুষের প্রাণহানি সহ্য করা হবে না।”

বিজ্ঞাপন

এদিকে, যারা মারা গেছেন তারা সবাই কয়েদি কিনা সেটি এখনও নিশ্চিত নয়। রাজধানী তেগুসিগালপা থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই কারাগারটিতে একসঙ্গে ৯০০ বন্দি থাকতে পারেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহত কয়েকজন বন্দিকে হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD