Logo

প্রেমিকের সঙ্গে ঝগড়া, ১৫০ ফুট উঁচু টাওয়ারে উঠলেন তরুণী!

profile picture
জনবাণী ডেস্ক
৭ আগস্ট, ২০২৩, ২২:৪৭
68Shares
প্রেমিকের সঙ্গে ঝগড়া, ১৫০ ফুট উঁচু টাওয়ারে উঠলেন তরুণী!
ছবি: সংগৃহীত

ঘটনাটি ভারতের ছত্তীসগঢ়ের গোরেলা পেন্দ্রা মারওয়াহি জেলার।

বিজ্ঞাপন

প্রেমিকের সঙ্গে  ঝগড়া করে অদ্ভুদ কাণ্ড ঘটিয়েছেন এক প্রেমিকা। তিনি   ১৫০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারে উঠে পড়েছেন। তার রাগ ভাঙাতে পিছু নিয়ে টাওয়ার বেয়ে উঠলেন যুবকও। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি বিশাল উঁচু টাওয়ারের চূড়ায় উঠে পড়েছেন তরুণী। তাকে অল্প অল্প  দেখা যাচ্ছে। কেবল টাওয়ারের শীর্ষে একটি ছোট কালো বিন্দুর মতো দেখাচ্ছে তাকে। ভিডিওটি জুম করার পর দেখা যায়, একটি নয়, দু’টি কালো বিন্দু আছে টাওয়ারের গায়ে। দ্বিতীয় বিন্দুটি তরুণীর প্রেমিক। তিনি তখনও পুরোপুরি টাওয়ারের মাথায় উঠতে পারেননি। ধীরে ধীরে একের পর এক ধাপ উঠে চলেছেন তিনি। প্রেমিকার কাছে পৌঁছতে আর বেশি দেরি নেই। তবে ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনাটি ভারতের ছত্তীসগঢ়ের গোরেলা পেন্দ্রা মারওয়াহি জেলার। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে জানা গেছে। ঘটনার খবর পেয়েই তারা এলাকায় পৌঁছায়। ৩০ মিনিটের মধ্যে দু’জনকেই টাওয়ার থেকে নিরাপদে নীচে নামিয়ে আনা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ওই তরুণীর নাম আনিতা। তিনি পাশের গ্রামের মুকেশ নামে এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তাদের মধ্যে সম্প্রতি কোনও বিষয়কে কেন্দ্র করে ঝামেলা হয়। রাগ করে টাওয়ারে উঠে পড়েন তরুণী। তিনি যাতে সেখান থেকে ঝাঁপ না দেন, বা অন্য কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে পিছু নেন যুবকও। ঘটনাটি পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে। সূত্র: ইন্ডিয়া টুডে, দ্য ইকোনমিক টাইমস, ফ্রি প্রেস জার্নাল

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD