মানবপাচারের সন্দেহে ফ্রান্সে আটকে থাকা প্লেন ভারতে পৌঁছেছে

ফ্রান্সের একটি এয়ারপোর্টে ৩ শতাধিক ভারতীয় যাত্রী নিয়ে আটকে থাকা প্লেনটি ভারতে পৌঁছেছে
বিজ্ঞাপন
ফ্রান্সের একটি এয়ারপোর্টে ৩ শতাধিক ভারতীয় যাত্রী নিয়ে আটকে থাকা প্লেনটি ভারতে পৌঁছেছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৪টার দিকে বিমানটি মুম্বাই বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মানবপাচারের আশঙ্কায় প্লেনটিকে আটকে দেয় ফ্রান্সের প্রশাসন।
বিজ্ঞাপন
জানা গেছে, ২১ ডিসেম্বর দুপুরে যান্ত্রিক ত্রুটির কারণে প্যারিসের ভাট্রি বিমানবন্দরে জরুরি অবতরণ করে রোমানিয়ার ‘লিজেন্ড এয়ারলাইন্সের’ চার্টার্ড এয়ারবাস এ৩৪০। সংযুক্ত আরব আমিরাত থেকে ছেড়ে আসা ফ্লাইটটির গন্তব্য ছিল সেন্ট্রাল আমেরিকার দেশ নিকারাগুয়া।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ইটভাটার দেওয়াল ভেঙে ৫ শ্রমিকের মৃত্যু
জানা যায়, সেদিন দুপুরে জ্বালানি নেওয়ার জন্যই ফ্রান্সের ওই এয়ারপোর্টে অবতরণ করেছিল এয়ারবাসটি। তবে তারই একপর্যায়ে ফরাসি কর্তৃপক্ষের কাছে খবর যায় যে, বিমানটিতে করে মানবপাচার করা হচ্ছে। এর পরপরই তদন্তের স্বার্থে প্লেনটি আটকে দেয় ফরাসি প্রশাসন।
বিজ্ঞাপন
সোমবার (২৫ ডিসেম্বর) ২৭৬ জন যাত্রী নিয়ে ফ্রান্স থেকে ভারতের উদ্দেশে রওনা হয় প্লেনটি। মূলত আশ্রয়ের জন্য আবেদন করার পর দুই নাবালকসহ ২৫ জনকে ফ্রান্সেই রাখা হয়েছে। আর ঘটনার বিশদ তদন্তের জন্য দুই সন্দেহভাজন পাচারকারীকেও আটক করে ফ্রান্স পুলিশ। তবে ওই দুজনকে খালাস দিয়েছেন ফরাসি আদালত।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল লাদাখ-কাশ্মীর
বিমানটিতে থাকা অধিকাংশ যাত্রীই সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া যাত্রীদের এক তৃতীয়াংশ ভারতের ধনী পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের বাসিন্দা বলে জানা গেছে। তাছাড়া যাত্রীদের মধ্যে ১১ জন ছিল অপ্রাপ্তবয়স্ক ও তাদের সঙ্গে কোনো অভিভাবক নেই ছিল না।
বিজ্ঞাপন
ফরাসি কর্তৃপক্ষ সন্দেহ করেছে যে প্লেনটিতে থাকা যাত্রীরা যুক্তরাষ্ট্র বা কানাডায় প্রবেশের জন্যই নিকারাগুয়ায় যেতে চেয়েছিল। তবে ছেড়ে দেওয়ার পর ফ্লাইটটি নিকারাগুয়ায় না গিয়ে ভারতে কেন অবতরণ করলো, তা এখনো স্পষ্ট নয়।
বিজ্ঞাপন
জেবি/এজে








