Logo

গাজায় একদিনে প্রাণ গেছে আরও ২৪১ জনের

profile picture
জনবাণী ডেস্ক
২৭ ডিসেম্বর, ২০২৩, ২১:৩৮
63Shares
গাজায় একদিনে প্রাণ গেছে আরও ২৪১ জনের
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় ২৪১ জনের প্রাণ গেছে

বিজ্ঞাপন

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় ২৪১ জনের প্রাণ গেছে বলে জানিয়ছে, গাজায় হামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বিবিসি।

 

বুধবার (২৭ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই ২৪ ঘণ্টায় ৩৮২ জনের আহত হওয়ার খবর জানিয়েছে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী যুদ্ধে এ পর্যন্ত ২০ হাজার ৯১৫ ফিলিস্তিনির প্রাণ গেছে। ১১ সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। হামলায় অন্তত এক হাজার ২০০ জনের প্রাণ গেছে। এর মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েল থেকে হামাস ২৪০ জনকে গাজায় নিয়ে জিম্মি করে, পরে তাদের অধিকাংশকেই মুক্ত করে দেয়।

ইসরায়েল বলেছে, মধ্য গাজায় আসন্ন স্থল অভিযানের খবরের মধ্যে মঙ্গলবার তাদের বাহিনী শতাধিক স্থানে হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বুধবার ভোররাতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সীমান্তজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ যুদ্ধকে জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ বলে অভিহিত করেছেন। আর অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনীর প্রধান হেরজি হালেভি বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধ আরও অনেক মাস ধরে চলতে থাকবে।  

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD