Logo

দেশজুড়ে বিক্ষোভ ডেকেছে পিটিআই

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:২১
124Shares
দেশজুড়ে বিক্ষোভ ডেকেছে পিটিআই
ছবি: সংগৃহীত

পার্লামেন্টে তাদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্ধেকে নেমে এসেছে।

বিজ্ঞাপন

পাকিস্তনার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামীকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে। গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ‘নজিরবিহীন, ব্যাপক এবং নির্লজ্জ কারচুপির’ বিরুদ্ধে দলটির এ বিক্ষোভ।

এক্স হ্যান্ডলে  (সাবেক টুইটার) এক পোস্টে পিটিআইয়ের দাবি, তারা জাতীয় পরিষদে ১৮০টি আসনে জয় পেয়েছে। পার্লামেন্টে তাদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্ধেকে নেমে এসেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দলের নেতা হাম্মাদ আজহার বলেন, “দুপুর ২টায় বিক্ষোভ হবে। তবে পিটিআই দুপুর ১২টায় বিক্ষোভের সময় নির্ধারণ করেছে।”

এদিকে, সরকার গঠন নিয়ে সাবেক অর্থমন্ত্রী ইসহাক দার জানান, পিএমএল-এন ও পিপির মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা হয়েছে। সমন্বয় কমিটির বৈঠকে সরকার গঠনের বিষয়ে অগ্রগতি হয়েছে।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এক্সে এক পোস্টে পিএমএল-এন নেতা বলেন, “সপ্তাহ শেষে সমন্বয় কমিটির তৃতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন নেতারা।”

পিএমএল-এনের পক্ষে দার, সরদার আয়াজ সাদিক, সিনেটর আজম নাজির তারার ও মালিক মোহাম্মদ আহমেদ খান এবং পিপিপির পক্ষে মুরাদ আলি শাহ, কামার জামান কাইরা সাইদ ঘানি ও নাদিম আফজাল চান বৈঠকে অংশ নেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD