Logo

চলন্ত বাসে আগুন, ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১৯ মে, ২০২৪, ০১:৫০
547Shares
চলন্ত বাসে আগুন, ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

এই অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছেন ২৪ জন

বিজ্ঞাপন

ভারতের হরিয়ানায় গভীর রাতে তীর্থ থেকে ফেরার পথে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ পুন্যার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ মে) রাত ১টা ৩০ মিনিটের দিকে হরিয়ানার নুহ জেলায় ঘটনাটি ঘটেছে। এই অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছেন ২৪ জন।

বিজ্ঞাপন

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে প্রায় ৬০ জনের মতো যাত্রী ছিলেন। আর যাদের মধ্যে অধিকাংশই তীর্থযাত্রী। দুর্ঘটনায় কবলিত বাসটি বৃন্দাবন এবং মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। নুহ জেলার কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় স্থানীয়রা চলন্ত বাসে আগুন দেখে দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আগেই ঘটনাস্থলে আটজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এদের  বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, আমরা ১০ দিনের জন্য পবিত্র স্থানগুলোতে তীর্থযাত্রায় যেতে বাস ভাড়া করি। শুক্রবার রাতে আমরা বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে বাসের নিচে একটা বিকট শব্দ হয়। পরর্বীতে পোড়া গন্ধ পেয়ে বুঝতে পারি বাসে আগুন লেগেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এক মোটরসাইকেল আরোহী আমাদের বাস চালককে আগুন লাগার বিষয়ে সতর্ক করেন। আমি একদম সামনের সিটে বসেছিলাম। তাই কোনোমতে লাফ দিয়ে প্রাণে বাঁচতে পেরেছি।

বিজ্ঞাপন

এই দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে বাসে আগুন লাগে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

বিজ্ঞাপন

এমএল/ 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD