Logo

অসুস্থতার জন্য ছুটি চেয়ে ১০ মিনিট পরেই হারালেন প্রান

profile picture
জনবাণী ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৫
36Shares
অসুস্থতার জন্য ছুটি চেয়ে ১০ মিনিট পরেই হারালেন প্রান
ফাইল ছবি।

ভারতের তামিলনাড়ু রাজ্যে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যা জীবনের অনিশ্চয়তা ও হঠাৎ বিপর্যয়ের বাস্তব উদাহরণ হয়ে উঠেছে।

শঙ্কর নামের ৪০ বছর বয়সী এক কর্মচারী হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর মাত্র ১০ মিনিট আগে তিনি অফিসে অসুস্থতার কারণে ছুটি চেয়ে উর্ধ্বতন কর্মকর্তাকে বার্তা পাঠিয়েছিলেন। গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শঙ্কর দীর্ঘ ছয় বছর ধরে এক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটির ম্যানেজার কে ভি আইয়ার জানান, শঙ্কর ছিলেন সুস্থ-সবল, ধূমপান বা মদ্যপান করতেন না। বিবাহিত শঙ্করের একটি কন্যা সন্তান রয়েছে।  

বিজ্ঞাপন

ঘটনার দিন স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সকাল ৮টা ৩৭ মিনিটে শঙ্কর তার উর্ধ্বতন কর্মকর্তা, প্রতিষ্ঠানের ম্যানেজার কে ভি আইয়ার-কে একটি মেসেজ পাঠান। মেসেজে তিনি লেখেন, স্যার, তীব্র পিঠের ব্যথার কারণে আজ অফিসে আসতে পারব না। অনুগ্রহ করে ছুটি মঞ্জুর করুন।

ম্যানেজার তখন তাকে বিশ্রাম নিতে বলেন এবং গুরুত্ব দিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শও দেন। কিন্তু এরপর মাত্র ১০ মিনিটের মধ্যেই, সকাল ৮টা ৪৭ মিনিটে শঙ্কর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। সকাল ১১টার দিকে অফিসে শঙ্করের মৃত্যুর খবর পৌঁছায়।

বিজ্ঞাপন

আইয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, একজন মানুষ পুরোপুরি সচেতন অবস্থায় মৃত্যুর মাত্র ১০ মিনিট আগে আমাকে মেসেজ দিয়েছে। আমি ভেঙে পড়েছি। জীবন সত্যিই অনিশ্চিত।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, পিঠে ব্যথা, ক্লান্তি, বমিভাব বা ঘাম এসব উপসর্গ হৃদরোগের প্রাথমিক সংকেত হতে পারে, যা অনেক সময় হজমের সমস্যা বা মাংসপেশির ব্যথা ভেবে অবহেলা করা হয়।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকের পর প্রথম ৬০–৯০ মিনিটের মধ্যে সঠিক চিকিৎসা পেলে বাঁচার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই অস্বাভাবিক শারীরিক উপসর্গকে গুরুত্ব দিয়ে সচেতন হওয়ার ওপর জোর দিয়েছেন তারা।

অনেকে সতর্ক করে বলেছেন, কোভিড-পরবর্তী সময়ে ৩৫–৪৫ বছর বয়সীদের মধ্যেও হঠাৎ হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়েছে। সরকারের পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞদের এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD