পরপর দুবার কামড়ালেই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড

ভারতের উত্তরপ্রদেশ সরকার বেওয়ারিশ কুকুরের আচরণ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়ন করেছে। আইনের আওতায়, যদি কোনো কুকুর ধারাবাহিকভাবে দু’বার মানুষকে কামড়ে, তাহলে তাকে আজীবন প্রাণিকেন্দ্রে রাখা হবে।
বিজ্ঞাপন
প্রথম কামড়ের ঘটনা ঘটলে, আক্রান্ত ব্যক্তিকে অ্যান্টি-রেবিজ টিকা প্রদান করার পর কুকুরের বিষয়ে তদন্ত করা হবে। শনাক্ত হওয়া কুকুরকে ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে, জীবাণুমুক্তকরণ করা হবে এবং মাইক্রোচিপের মাধ্যমে তার তথ্য সংরক্ষণ করা হবে।
আইনের কার্যকারিতা নিশ্চিত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একজন ভেটেরিনারি চিকিৎসক, একজন প্রাণী আচরণ বিশেষজ্ঞ এবং একজন পৌর কর্মকর্তা থাকবেন। তারা নির্ধারণ করবেন কুকুরটি সত্যিই অকারণে কামড়াচ্ছে কি না।
শাস্তি শিথিল করার সুযোগও রাখা হয়েছে। কেউ যদি ওই কুকুরকে দত্তক নেন এবং প্রতিশ্রুতি দেন যে তাকে রাস্তায় ছাড়বেন না, পরিত্যাগ করবেন না এবং যথাযথ যত্ন নেবেন, তবে তার শাস্তি বাতিল হবে।