ব্রিটেনে অভিবাসীদের স্থায়ী বসবাসের নিয়মে আসছে কড়াকড়ি

যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার নিয়ম আরও কঠিন হতে যাচ্ছে। নতুন নীতিতে আবেদনকারীদের শুধু ৫ বছর বসবাসের প্রমাণ দিলেই হবে না, বরং দেখাতে হবে কেন তিনি ব্রিটিশ সমাজের জন্য গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আবেদনকারীর ইংরেজি ভাষায় দক্ষতা ও স্থানীয় কমিউনিটিতে সামাজিক বা স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ততা খতিয়ে দেখা হবে। কেবল এই শর্ত পূরণকারীরাই স্থায়ী বসবাসের অনুমোদন পাবেন।
শিগগিরই স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
গত এক দশকের বেশি সময় ধরে অনিয়ন্ত্রিত অভিবাসন ব্রিটেনের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কনজারভেটিভ পার্টি এ ইস্যু সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল, তবে দীর্ঘ মেয়াদী শাসনেও উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারেনি। এ ব্যর্থতার জেরে দলটি ২০২৪ সালের নির্বাচনে বড় ধাক্কা খায় এবং ক্ষমতায় আসে লেবার পার্টি।
তবে স্টারমার নেতৃত্বাধীন বর্তমান সরকারও অভিবাসন নিয়ন্ত্রণে দৃশ্যমান সাফল্য দেখাতে পারেনি। এতে রাজনৈতিক চাপ বাড়িয়েছে রিফর্ম ইউকে পার্টি, যারা অভিবাসন নীতিতে কঠোরতা আনার দাবি তুলছে।
বিজ্ঞাপন
বর্তমানে যুক্তরাজ্যের আইন অনুযায়ী, কোনো অভিবাসী ধারাবাহিকভাবে পাঁচ বছর বসবাসের পর স্থায়ী অনুমতির জন্য আবেদন করতে পারেন। নতুন নিয়ম কার্যকর হলে শর্ত আরও জটিল হয়ে যাবে।