Logo

গাজায় ত্রাণ নৌকাবহর আটক, ইতালিতে উত্তাল বিক্ষোভ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ অক্টোবর, ২০২৫, ১৪:১৮
32Shares
গাজায় ত্রাণ নৌকাবহর আটক, ইতালিতে উত্তাল বিক্ষোভ
ছবি: প্রতিনিধি

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাত্রা করা আন্তর্জাতিক নৌকাবহরের অন্তত ১৪টি নৌযান ইসরায়েলি বাহিনী আটক করেছে।

বিজ্ঞাপন

বুধবার (১ সেপ্টেম্বর) রাতে এ খবর ছড়িয়ে পড়তেই ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রোম, মিলান, ন্যাপলস ও জেনোয়ায় শ্রমিক সংগঠনগুলো বন্দর ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে।

ফ্লোটিলাটিতে প্রায় ৪০টিরও বেশি নৌযান অংশ নেয়, যাতে প্রায় পাঁচশ মানবাধিকারকর্মী ও স্বেচ্ছাসেবক ছিলেন। তাদের মধ্যে পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। উদ্দেশ্য ছিল গাজার মানুষের জন্য খাদ্য ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়া। কিন্তু ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলো থামিয়ে দেয় এবং যাত্রীদের আটক করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ইতালির শ্রমিক ইউনিয়নগুলো তীব্র প্রতিবাদ জানায়। তারা বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দেশজুড়ে ধর্মঘট ও আন্দোলনের ডাক দেয়, যার প্রভাব পড়ে রেল ও বন্দর কার্যক্রমে। আন্দোলনকারিদের দাবি, ইসরায়েল আন্তর্জাতিক নৌ আইন ভঙ্গ করেছে এবং মানবিক উদ্যোগকে দমন করেছে।

এ দিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানী বলেছেন, তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। আশ্বাস দেওয়া হয়েছে যে আটক যাত্রীদের বিরুদ্ধে কোনো সহিংসতা করা হবে না। তবে নৌকাবহরটি গাজায় ঢুকতে দেওয়া হবে না।

এই ঘটনাকে কেন্দ্র করে শুধু ইতালি নয়, ইউরোপজুড়েই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েলের পদক্ষেপ মানবিক সহায়তার পথে বড় বাধা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

জেবি/এসএ/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD