Logo

ছোট নৌকা পৌঁছাচ্ছে গাজায়, শক্তিশালী নৌবাহিনী কেন পারছে না?

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ অক্টোবর, ২০২৫, ১৫:৩৩
4Shares
ছোট নৌকা পৌঁছাচ্ছে গাজায়, শক্তিশালী নৌবাহিনী কেন পারছে না?
ছবি: সংগৃহীত

জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ ইসরায়েলের নৌ-অবরোধের কার্যকারিতা এবং বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর নীরবতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন।

বিজ্ঞাপন

আল জাজিরা জানিয়েছে, সীমিত সম্পদের ছোট নৌকায় মানবাধিকার কর্মীরা গাজার উদ্দেশ্যে রওনা হলেও, কেন সুসজ্জিত নৌবাহিনী সমৃদ্ধ দেশগুলো একই কাজ করতে পারছে না, তা আলবানিজের মূল প্রশ্ন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “যখন সাধারণ নাগরিকরা ৬০ নটিক্যাল মাইল দূরত্ব পার করে গাজার কাছে পৌঁছাচ্ছেন, তখন শক্তিশালী নৌবাহিনী কেন এটি করতে পারছে না?” তিনি আরও যোগ করেছেন, “রাষ্ট্রগুলো তাদের নৌবাহিনী দিয়ে অবরোধ ভাঙছে না—এটি গ্রহণযোগ্য নয়।”

বিজ্ঞাপন

ফ্লোটিলার নিরাপদ যাত্রার জন্য আলবানিজ শুভকামনা জানিয়ে বলেন, “চলো, এগিয়ে চলো ফ্লোটিলা! নিরাপদে যাত্রা করো। সৃষ্টিকর্তা তোমাদের সহায় হোক।”

প্রসঙ্গত, গত বুধবার গাজা উপকূল থেকে ১৩টি নৌকা ইসরায়েলি বাহিনী আটক করেছে। মানবাধিকার কর্মীরা জানান, গাজার ৪৬ নটিক্যাল মাইল দূরেই নৌকাগুলোকে আটক করা হয়। আটককৃত নৌকাগুলোর লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে যায় এবং কর্মীদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। ইসরায়েলি পক্ষ এখনও কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন

তবে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, আটককৃত নৌকাগুলো সত্ত্বেও আরও ৩০টি নৌকা গাজার দিকে যাত্রা চালিয়ে যাচ্ছে, যাতে সেখানে ত্রাণ পৌঁছানো যায়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD