Logo

ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার শঙ্কা শহিদুল আলমের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ অক্টোবর, ২০২৫, ১১:০৯
11Shares
ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার শঙ্কা শহিদুল আলমের
ছবি: সংগৃহীত

গাজামুখী কনশানস নামের নৌযানে অবস্থানকালে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।

বিজ্ঞাপন

বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং তারা ইসরায়েলের দখলদার বাহিনীর হাতে অপহৃত হয়েছেন।

ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, “আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন, তবে জেনে রাখুন—আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনীর দ্বারা আমি অপহৃত হয়েছি। যে দেশটি গাজায় গণহত্যা চালাচ্ছে এবং যাদের সক্রিয় সহযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তিগুলো। আমি আমার সব কমরেড ও বন্ধুর কাছে আবেদন জানাচ্ছি যেন তারা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যায়।”

বিজ্ঞাপন

গাজা অভিমুখী আন্তর্জাতিক মানবিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (FFC) ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (TMTG) নৌবহরের অংশ হিসেবে কনশানস জাহাজটি গত ৩০ সেপ্টেম্বর যাত্রা শুরু করে। এই নৌবহরের লক্ষ্য ছিল গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং অবরোধবিরোধী আন্তর্জাতিক জনমত গঠন।

শহিদুল আলমের নিরাপত্তা নিয়ে দেশে ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বাংলাদেশ সরকারের প্রতি তার নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিকভাবে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন মানবাধিকারকর্মী ও সহকর্মীরা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD