পাকিস্তানে সেনাবাহিনীর গাড়িতে অতর্কিত হামলা, নিহত ১১

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় সেনাবাহিনীর গাড়িবহরে ভয়াবহ হামলা চালিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এতে দুই সেনা কর্মকর্তা ও নয় সেনাসদস্যসহ মোট ১১ জন নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (৮ অক্টোবর) সকালে কুররম জেলা ও এর পার্শ্ববর্তী ওরাকজাই সংযোগ সড়কে হামলার এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, টিটিপির সন্ত্রাসীরা আগে থেকেই ওঁত পেতে ছিল। সামরিক বহরটি পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা গুলিবর্ষণ শুরু করে। এরপর সড়কে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হলে সেনাদের একটি গাড়ি ধ্বংস হয়ে যায়। ওই গাড়িতেই ছিলেন নিহত দুই কর্মকর্তা।
পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নিহত সেনারা ওরাকজাইয়ে সন্ত্রাসবিরোধী একটি অভিযান শেষে ফিরছিলেন। সেই অভিযানে টিটিপির ১৯ সদস্য নিহত হয় বলে জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে কয়েকগুণ। টিটিপি মূলত খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সক্রিয়, আর বেলুচিস্তানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)—দু’টিই পাকিস্তানে নিষিদ্ধ গোষ্ঠী।
আরও পড়ুন: গাজায় বোমা বিস্ফোরণে ৩ ইসরায়েলি সেনা আহত
পাকিস্তানের গবেষণা সংস্থা ‘পিস’ জানায়, চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে দেশজুড়ে সন্ত্রাসী হামলা ও নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত ৯০০ জনেরও বেশি মানুষ।