Logo

রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত, আশ্বস্ত ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৫, ১১:৪৪
10Shares
রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত, আশ্বস্ত ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। ট্রাম্প জানান, এখন তিনি চীনকেও একই সিদ্ধান্ত নিতে রাজি করানোর চেষ্টা করবেন, যাতে রাশিয়ার জ্বালানি আয়ের পথ বন্ধ করা যায়।

বিজ্ঞাপন

রাশিয়ার তেলের সবচেয়ে বড় দুই ক্রেতা হলো ভারত ও চীন। ইউক্রেন আক্রমণের পর ২০২২ সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে ইউরোপীয় দেশগুলো রুশ তেল কেনা বন্ধ করে দেয়। তবে তখন থেকেই ভারত ও চীন তুলনামূলক কম দামে রাশিয়ার অপরিশোধিত তেল কিনতে শুরু করে।

সম্প্রতি ট্রাম্প ভারতের ওপর চাপ বাড়িয়েছেন। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার প্রতিবাদে তিনি ভারতের রপ্তানিপণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন।

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আজ মোদি আমাকে বলেছেন যে তাঁরা রাশিয়া থেকে আর তেল কিনবেন না। এটা বড় একটি পদক্ষেপ।

বর্তমানে রাশিয়াই ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ। সেপ্টেম্বর মাসে দেশটি প্রতিদিন প্রায় ১৬ লাখ ব্যারেল রুশ তেল আমদানি করেছে, যা ভারতের মোট তেল আমদানির এক-তৃতীয়াংশের সমান।

বিজ্ঞাপন

বিশ্লেষকেরা বলছেন, ভারত যদি সত্যিই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে, তবে তা রুশ অর্থনীতিতে বড় আঘাত হবে এবং অন্য দেশগুলোকেও একই পথে যেতে উৎসাহিত করবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD