Logo

গাজায় ঢুকছে ৬০০ ত্রাণবাহী ট্রাক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৫, ১৪:২৭
17Shares
গাজায় ঢুকছে ৬০০ ত্রাণবাহী ট্রাক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সামরিক অভিযানের ফলে তীব্র মানবিক সংকটে থাকা গাজা উপত্যকায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ৬০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করবে। এতে খাদ্য, ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রীর তীব্র ঘাটতি কিছুটা কমানো সম্ভব হবে।

বিজ্ঞাপন

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর দিন থেকে ইসরায়েলি সেনারা গাজায় অভিযান চালাতে শুরু করে। এই সময়ে ত্রাণ সরবরাহে ব্যাপক বাধা দেখা দেয়। আগেই গাজার জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ খাদ্য ও ত্রাণের ওপর নির্ভরশীল ছিল, যা সামরিক অভিযানের কারণে আরও শোচনীয় পর্যায়ে পৌঁছে। অভিযানের দুই বছরের মধ্যে ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে প্রায় ৫০০ মানুষ মারা গেছে, যার অধিকাংশই শিশু।

ত্রাণ প্রধানত রাফা সীমান্ত ক্রসিং-এর মাধ্যমে গাজায় প্রবেশ করে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে (ডোনাল্ড ট্রাম্পের ২০-পয়েন্ট প্রস্তাব) ইসরায়েল ও হামাস সম্মতি জানানোর পর ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির প্রথম তিন দিনে প্রতিদিন ৩০০ ট্রাক গাজার মধ্যে প্রবেশ করেছিল।

বিজ্ঞাপন

প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল গাজায় আটক থাকা সব জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিকে ফেরত দেওয়া। জীবিত জিম্মিরা মুক্ত হলেও মৃত জিম্মির মধ্যে মাত্র ৪ জনের মরদেহ ফেরত দেয় হামাস। এর ফলে ক্ষুব্ধ ইসরায়েল ত্রাণ সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে হামাস পরে বাকি মরদেহ ফেরত দিতে শুরু করলে ইসরায়েলের মন্ত্রিসভা ত্রাণ সরবরাহ পুনরায় অনুমোদন করে।

ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, যদি হামাস চুক্তি ভঙ্গ না করে, তবে প্রতিদিন গাজায় ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD