Logo

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জন নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৫, ১৪:৫৫
8Shares
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জন নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় রেসকিউ সেবা ১১২২ জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে সোয়াত মোটরওয়ের টানেল নম্বর ৩-এর কাছে একটি ট্রাক উল্টে যায়। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। নিহত পরিবারটি সোয়াতের বাহরাইন তহসিলের গাবরাল এলাকার বাসিন্দা এবং তারা পাঞ্জাবের দিকে যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর রেসকিউ টিম ও মোটরওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। আহতদের বাটখেলা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পাকিস্তানে মহাসড়কগুলোতে এ ধরনের দুর্ঘটনা নিয়মিত ঘটে থাকে। অতিরিক্ত গতি, ক্লান্ত চালক, যানবাহনের পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব, সড়কের দুর্বল অবস্থা এবং ট্রাফিক আইন প্রয়োগের ঘাটতি এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে ধরা হয়।

এর আগে, সম্প্রতি খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন অঞ্চলে কয়েকটি সড়ক দুর্ঘটনায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD