পাকিস্তানে জ্বালানি তেলের দাম কমলো

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দর কমার প্রভাব পড়েছে পাকিস্তানের স্থানীয় বাজারেও। কেন্দ্রীয় সরকার আগামী পনেরো দিনের জন্য পেট্রোল, হাই-স্পিড ডিজেল (এইচএসডি) এবং কেরোসিনের দাম হ্রাস করেছে।
বিজ্ঞাপন
পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের ফিন্যান্স বিভাগ বুধবার (১৫ অক্টোবর) এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নতুন দাম বৃহস্পতিবার (১৬ অক্টোবর) থেকে কার্যকর হবে।
নতুন দামের বিবরণ অনুযায়ী: পেট্রোলের দাম প্রতি লিটার ৫.৬৬ রুপি কমে ২৬৩.০২ রুপি হবে। হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম ১.৩৯ রুপি কমে ২৭৫.৪১ রুপি নির্ধারণ করা হয়েছে। কেরোসিন তেলের দাম ৩.২৬ রুপি হ্রাস পেয়ে ১৮৭.৭১ রুপি হয়েছে।
বিজ্ঞাপন
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, তেল ও গ্যাস নিয়ন্ত্রক সংস্থা (ওজিআরএ)-এর সুপারিশ এবং আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতির ভিত্তিতে এই দাম নির্ধারণ করা হয়েছে।
করোনা মহামারির পর পাকিস্তান অর্থনৈতিকভাবে এক চরম সংকটে পড়েছিল, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকেছিল। সে সময় জ্বালানি তেলের দাম দ্রুত বৃদ্ধি পেয়েছিল, যা দেশের পণ্য ও পরিষেবার দামও বাড়িয়েছিল। বর্তমানে কিছুটা স্বস্তি এসেছে।
বিজ্ঞাপন
দেশটির পরিবহন খাত মূলত পেট্রোল ও ডিজেলের উপর নির্ভরশীল। তাই সাম্প্রতিক এই মূল্যহ্রাস সাধারণ নিম্নবিত্ত, সীমিত আয়ের মানুষ এবং ছোট উদ্যোক্তাদের জন্য সহায়ক হবে। এছাড়া পার্বত্য এলাকা যেখানে জ্বালানি গ্যাস সহজলভ্য নয়, সেখানকার মানুষ কেরোসিন তেলের ওপর বেশি নির্ভরশীল। ফলে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের পাহাড়ি এলাকার বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন।