৭০ ফুটবল মাঠের সমান, বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর মিসরে উদ্বোধন

মিসরে প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি ‘খুফু পিরামিডের’ কাছে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম (GEM)। এটি বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যেখানে এক লাখেরও বেশি প্রত্নসামগ্রী সংরক্ষিত। প্রাক-রাজবংশীয় যুগ থেকে গ্রীক-রোমান সময় পর্যন্ত সাত হাজার বছরের ইতিহাস এখানে দেখতে পাবেন।
বিজ্ঞাপন
জাদুঘরের সবচেয়ে আকর্ষণীয় প্রদর্শনী হলো প্রাচীন মিসরের ফারাও তুতেনখামুনের অক্ষত সমাধি থেকে উদ্ধার সমস্ত সংগ্রহ—সোনার মুখোশ, সিংহাসন, রথসহ প্রায় ৫,৫০০টি সামগ্রী প্রথমবার একসঙ্গে প্রদর্শিত হচ্ছে। আন্তর্জাতিক মিসরবিদ ড. তারেক তওফিক বলেন, “সমাধির সম্পূর্ণ সংগ্রহ প্রদর্শন করা হয়েছে, যাতে দর্শকরা হাওয়ার্ড কার্টারের আবিষ্কারের মতো অভিজ্ঞতা পান।”
প্রায় ৫ লাখ বর্গমিটারের এই জাদুঘর বছরে অন্তত ৮০ লাখ দর্শক আকর্ষণ করবে এবং মিসরের পর্যটনকে নতুন মাত্রা যোগ করবে। দেয়ালে খোদাই করা প্রাচীন মিসরীয় লিপি, পিরামিড আকৃতির প্রবেশদ্বার, ৩২০০ বছর পুরনো রামেসিস দ্য গ্রেটের বিশাল মূর্তি—সব মিলিয়ে এটি সত্যিকারের ভিসুয়াল অভিজ্ঞতা।
বিজ্ঞাপন
মিসর আশা করছে, GEM চালু হওয়ার মাধ্যমে বিদেশে থাকা গুরুত্বপূর্ণ প্রত্নবস্তু যেমন রোসেট্টা স্টোন, ডেনডেরা জোডিয়াক ও নেফারতিরির মূর্তি ফেরত আনার দাবি আরও জোরদার হবে।
আরও পড়ুন: এভারেস্টের পাদদেশে আটকা শতাধিক পর্যটক
জাদুঘরটি প্রস্তাব করা হয়েছিল ১৯৯২ সালে, নির্মাণ শুরু হয় ২০০৫ সালে এবং নানা রাজনৈতিক ও মহামারির কারণে বিলম্বিত হওয়া সত্ত্বেও অবশেষে এখন সম্পূর্ণভাবে দর্শকদের জন্য উন্মুক্ত।








