Logo

ভোক্তা পর্যায়ে পেট্রোল-ডিজেলের দাম কমালো পাকিস্তান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ ডিসেম্বর, ২০২৫, ১১:২৯
11Shares
ভোক্তা পর্যায়ে পেট্রোল-ডিজেলের দাম কমালো পাকিস্তান
ছবি: সংগৃহীত

পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ভোক্তা পর্যায়ে পেট্রোল ও হাই স্পিড ডিজেলের দাম কমিয়েছে। প্রতি লিটারে পেট্রোলের মূল্য ২ রুপি এবং ডিজেলের মূল্য ৪ দশমিক ৭৯ রুপি কমানো হয়েছে।

বিজ্ঞাপন

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ২৬৩ দশমিক ৪৫ রুপি, আর হাই স্পিড ডিজেলের দাম ২৭৯ দশমিক ৬৫ রুপি। আজ ১ ডিসেম্বর থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

গত শুক্রবার অর্থ মন্ত্রণালয়ের ফিন্যান্স বিভাগ এক বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের এই মূল্যহ্রাসের বিষয়টি নিশ্চিত করে।

বিজ্ঞাপন

অর্থ মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি কমিশন (ওগরা)-এর পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওগরার সুপারিশ পুরোপুরি মানা হয়নি। সংস্থাটি পেট্রোলের দাম ৩ দশমিক ৭০ রুপি কমানোর পরামর্শ দিয়েছিল।

ওগরার কর্মকর্তারা আরও জানান, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কুয়েতের আল-জৌর রিফাইনারির কয়েকটি ইউনিট পুনরায় চালু হয়েছে। উপসাগরীয় অঞ্চলের অন্যতম বৃহৎ এই শোধনাগার থেকে তেলের যোগান বাড়ায় পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে। এর ফলেই ভোক্তা পর্যায়ে দাম কমানো সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৫ দিন পর্যন্ত এই নতুন মূল্য বহাল থাকবে।

সূত্র : জিও নিউজ

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD