Logo

বাংলাদেশে টিউলিপ সিদ্দিকের রায়ের খবর যুক্তরাজ্যের মিডিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ ডিসেম্বর, ২০২৫, ১৫:৩৪
12Shares
বাংলাদেশে টিউলিপ সিদ্দিকের রায়ের খবর যুক্তরাজ্যের মিডিয়া
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে দুই বছরের কারাদণ্ড পেয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম রায় ঘোষণা করেন।

এ রায় দিয়ে বাংলাদেশের আদালতে প্রথমবারের মতো কোনো ব্রিটিশ এমপি দণ্ডিত হলেন। এই খবরটি যুক্তরাজ্যের প্রায় সব মিডিয়ায় গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। বর্তমানে তিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য। চলতি বছরের শুরুতে দেশটির সিটি মিনিস্টার পদ ছাড়তে বাধ্য হন তিনি। সেই সময়ে অভিযোগ ওঠে, তিনি আওয়ামী লীগ নেতার কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছিলেন। এবার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানাকে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ দেওয়ার মামলায় দণ্ডিত হওয়ায় যুক্তরাজ্যের মিডিয়ায় আবারও তার খবর উঠে এসেছে।

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান দুই প্রতিবেদনে খবর প্রকাশ করেছে। প্রথম প্রতিবেদনে শিরোনাম ছিল, “Bangladesh court sentences UK MP Tulip Siddiq to two years prison in absentia”, এবং দ্বিতীয় প্রতিবেদনে তারা প্রশ্ন তুলেছে, “What led to Bangladesh trial of former UK minister Tulip Siddiq in her absence?”।

স্কাই নিউজ শিরোনাম দিয়েছে, “Labour MP Tulip Siddiq sentenced to two years in prison at corruption trial in Bangladesh”, আর দ্য টেলিগ্রাফ লিখেছে, “Tulip Siddiq jailed for two years over corruption in Bangladesh”।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের অন্যান্য সংবাদমাধ্যম যেমন দ্য ইন্ডিপেনডেন্ট, মাই লন্ডন, এলবিসি, মেট্রো, আইটিভি ও দ্য সানও টিউলিপ সিদ্দিকের বাংলাদেশে দণ্ডিত হওয়ার খবর বিশেষভাবে প্রচার করেছে। ডেইলি স্টার ট্যাবলয়েড পত্রিকা লিখেছে, “Labour MP sentenced to two years in prison after major corruption scandal”।

এই রায়ের মাধ্যমে আন্তর্জাতিক মিডিয়ায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ ও বিচার প্রক্রিয়ার খবর ব্যাপকভাবে আলোচিত হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD