যুক্তরাষ্ট্র–কানাডা সীমান্তে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ৪১ মিনিটে অনুভূত এই ভূমিকম্পে দুই দেশের বিভিন্ন এলাকায় ঝাঁকুনি টের পাওয়া গেলেও এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
একই সঙ্গে সুনামির সম্ভাবনাও নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল আলাস্কার জুনেউ শহর থেকে প্রায় ২৩৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার ইউকন প্রদেশের রাজধানী হোয়াইটহর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে একটি দুর্গম অঞ্চলে। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল, যা এর কম্পনকে আরও তীব্রভাবে অনুভূত হতে সহায়তা করে।
বিজ্ঞাপন
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলাস্কা ও ইউকনের বাসিন্দাদের বহু পোস্ট ঘুরে বেড়াতে দেখা যায়। অনেকে জানান, তাঁদের ঘরবাড়ি কেঁপে ওঠে এবং কয়েক সেকেন্ড ধরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ে।
কানাডার রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ–হোয়াইটহর্স শাখার সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড বলেন, কম্পনটি ছিল যথেষ্ট শক্তিশালী এবং আমাদের কাছে বহু মানুষ ম্যাসেজ দিয়ে জানিয়েছেন তারা ভূমিকম্প টের পেয়েছেন। তবে এখন পর্যন্ত হতাহতের বা বড় কোনো ক্ষতির তথ্য আমাদের কাছে নেই।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞদের মতে, আলাস্কা ও ইউকন অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় মাঝেমধ্যেই শক্তিশালী কম্পন অনুভূত হয়। তবুও ৭ মাত্রার ভূমিকম্প হওয়ায় কর্তৃপক্ষ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
এখন পর্যন্ত উভয় দেশের জরুরি সেবা বিভাগগুলো সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।








