Logo

চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১২

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর, ২০২৫, ১৩:৪৭
7Shares
চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১২
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের শান্তৌ শহরের একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগে অন্তত ১২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাতে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে চারতলা ভবনটিতে আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে এই স্বল্প সময়েই ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং প্রায় ১ হাজার ৬০০ বর্গফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয়।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে ঘটনাটির তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে ৮ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এছাড়া গুরুতর আহত ৪ জনকে হাসপাতালে নেওয়ার পর তাঁরা মারা যান।

উল্লেখ্য, গুয়াংডং প্রদেশের পাশেই চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের অবস্থান। এর আগের মাসে হংকংয়ের একটি আবাসিক এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হয়, যেখানে বহু প্রাণহানি ঘটে।

সূত্র: সিনহুয়া

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD