Logo

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় পাঁচ পুলিশ নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৬:৩০
5Shares
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় পাঁচ পুলিশ নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঘটেছে এই হত্যাকাণ্ড।

বিজ্ঞাপন

স্থানীয় পুলিশ জানিয়েছে, কারাক জেলায় একটি গাড়িতে করে পুলিশ কর্মকর্তারা যাচ্ছিলেন। সন্ত্রাসীরা প্রথমে সড়কে বোমা বিস্ফোরণ ঘটিয়ে গাড়িটি থামায়, এরপর পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে চার পুলিশ কর্মকর্তা ও গাড়ির চালক নিহত হন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, “নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বর্বরতা এবং নির্মমতা। শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না।” পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

বিজ্ঞাপন

হামলার পর নিরাপত্তা বাহিনী বৃহৎ অভিযানে অংশ নিয়েছে, তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। খাইবার পাখতুনখাওয়ায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এর সন্ত্রাসী কার্যক্রমের কারণে অঞ্চলটি বহুবার সহিংসতায় ভুগেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD