Logo

‘সবকিছু মনে রাখা হবে’ রক্তাক্ত জামা পরিহিত ছবি দিয়ে সাংবাদিক ময়ূখের স্ট্যাটাস

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৬:৩৫
11Shares
‘সবকিছু মনে রাখা হবে’ রক্তাক্ত জামা পরিহিত ছবি দিয়ে সাংবাদিক ময়ূখের স্ট্যাটাস
ছবি: সংগৃহীত

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করতে এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ নিয়ে ক্রমাগত নেতিবাচক মন্তব্য করে সমালোচিত পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ূখরঞ্জন ঘোষও রক্তাক্ত হয়েছেন, তবে তা নিজের রক্ত নয়, আহতদের রক্তের দাগ তার শরীরে লেগেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডিতে এক পোস্টে এ তথ্য জানান ময়ূখ নিজে।

বিজ্ঞাপন

রক্তাক্ত শার্ট পরিহিত ছবি দিয়ে ময়ূখ লিখেছেন, ‘বাংলাদেশের হিন্দুদের জন্য প্রতিবাদ করতে এসে, কলকাতায় লাঠির বাড়ি খাওয়া সনাতনীদের রক্ত লেগে আমার জামায়। নাক-মুখ ফাটিয়ে দিয়েছে। কিন্তু একা ছিল না। সব্বাই জাপটে ধরেছে। এভাবেই জামাটা থাকবে। এই দাগ লাগা জামাটা অনেককিছু বদলে দেবে মিলিয়ে নেবেন। সবকিছু মনে রাখা হবে। সব কিছু।’

নিচে লিখেছেন, ‘বাংলাদেশ হাইকমিশন, কলকাতা, ডিসেম্বর ২০২৫।’ সঙ্গে মুষ্টিবদ্ধ হাতের একটি ইমোজিও জুড়ে দিয়েছেন ময়ূখ।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন, তবে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল। এই ঘটনা নিয়ে কলকাতার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো বিস্তারিত তদন্ত করছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD