Logo

‘তুমি আমাকে এখনো চেনো না, এখন চিনবা’ বলেই শিক্ষককে গুলি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৮:২৫
49Shares
‘তুমি আমাকে এখনো চেনো না, এখন চিনবা’ বলেই শিক্ষককে গুলি
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের ঐতিহ্যবাহী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ক্যাম্পাসে এক স্কুল শিক্ষককে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

বুধবার (২৪ ডিসেম্বর) রাতের দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কাছে এই রোমহর্ষক হত্যাকাণ্ড ঘটে।

নিহত শিক্ষকের নাম দানিশ রাও। তিনি গত ১১ বছর ধরে ক্যাম্পাসের এবিকে হাই স্কুলে কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে দানিশ রাও তার দুই সহকর্মীর সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাঁটছিলেন। এ সময় স্কুটারে আসা দুই যুবক তাদের পথ আটকায় এবং পিস্তল উঁচিয়ে হুমকি দেয়।

বিজ্ঞাপন

এক হামলাকারী দানিশকে লক্ষ্য করে চিৎকার করে বলেন, “তুমি আমাকে এখনো চেনো না, এখন চিনবা।” হুমকির পরপরই তাকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় দানিশকে দ্রুত জওহরলাল নেহরু মেডিকেল কলেজে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আলিগড়ের পুলিশ সুপার নীরজ যাদব জানান, হামলাকারী দুজনেই দানিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং ঘটনার পরপরই তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ এই হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে ধারণা করছে। খুনিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে ছয়টি বিশেষ দল গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলি জানান, ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের গতিপথ চিহ্নিত করার চেষ্টা চলছে।

এই হত্যাকাণ্ডের ঘটনা এমন সময়ে ঘটেছে যখন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় রাজ্যের ‘উন্নত আইনশৃঙ্খলা’ পরিস্থিতির সাফাই গেয়েছেন। মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের দিনই একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্য খুনের ঘটনা ঘটায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে পুরো ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD