Logo

শান্তি পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সাথে বৈঠক করতে চলেছেন জেলেনস্কি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর, ২০২৫, ১৮:২৬
6Shares
শান্তি পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সাথে বৈঠক করতে চলেছেন জেলেনস্কি
ছবি: সংগৃহীত

কিয়েভ অঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে, রাশিয়া যুদ্ধ শেষ করতে চায় না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে ওই মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন

জেলেনস্কি রুশ হামলায় রাজধানী কিয়েভে একজনের প্রাণহানির ঘটনার পর বলেছেন, রাশিয়ানরা যুদ্ধ শেষ করতে চান না এবং ইউক্রেনকে আরও বেশি ভোগান্তিতে ফেলতে ও বিশ্বজুড়ে অন্যদের ওপর চাপ বৃদ্ধিতে প্রতিটি সুযোগ কাজে লাগাতে চান।

শনিবার (২৭ ডিসেম্বর) কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং দুই ডজন মানুষ আহত হয়েছেন। এতে প্রচণ্ড শীতে লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

ফরাসি বার্তা সংস্থা এএফপির গণমাধ্যমে কিয়েভ থেকে বলেছেন, রাতভর জোরালো বিস্ফোরণের পর কয়েক ঘণ্টা ধরে বিমান হামলার সতর্কতা জারি ছিল। শনিবার রাশিয়ার হামলায় কিয়েভে ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে উজ্জ্বল আলোর ঝলক দেখা যায়।

কিয়েভ অঞ্চলের গভর্নর মিকোলা কালাশনিক বলেন, এই হামলায় ৪৭ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, রাজধানীতে ইতোমধ্যে ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ২ হাজার ৬০০টি আবাসিক ভবন এবং শত শত কিন্ডারগার্টেন, স্কুল ও কমিউনিটি ভবনে তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কালাশনিক বলেন, আজ সকাল পর্যন্ত কিয়েভ অঞ্চলের বাম তীরের একটি অংশে বিদ্যুৎ নেই। বর্তমানে ৩ লাখ ২০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

বিজ্ঞাপন

ইউক্রেনের বিমান বাহিনী শনিবার ভোরের দিকে দেশজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করে বলেছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের দিকে এগিয়ে আসছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভে রাশিয়ার এই হামলার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে, মস্কো যুদ্ধ শেষ করতে চায় না।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে চলা সংঘাতে ইতোমধ্যে কয়েক দশক হাজার মানুষ নিহত হয়েছেন। এই লড়াই বন্ধে ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে রবিবার ফ্লোরিডায় ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সর্বশেষ এই পরিকল্পনায় ২০ দফার প্রস্তাব রয়েছে। এতে বর্তমান যুদ্ধরেখা ধরে সংঘাত স্থগিত রাখা হবে। তবে পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের সুযোগ পাবে ইউক্রেন। ওই অঞ্চলে বাফার জোন গড়ে তোলা হতে পারে বলে চলতি সপ্তাহে জানিয়েছেন জেলেনস্কি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাশিয়া অভিযোগ করে বলেছে, জেলেনস্কি ও তার ইউরোপীয় ইউনিয়নের সমর্থকরা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত এই পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন। সূত্র: এএফপি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD