Logo

ভারতে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল উত্তর-পূর্বাঞ্চল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর, ২০২৫, ২১:৫৮
28Shares
ভারতে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল উত্তর-পূর্বাঞ্চল
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম রাজ্য আসামে। ইউরোপিয়ান- মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৫।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ইএমএসসি জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

আসামের ধেকিয়াজুলি শহর থেকে ১৬ কিলোমিটার দূরে এর উৎপত্তিস্থল চিহ্নিত করা হয়েছে। গভীরতা কম হওয়ায় কম্পনটি বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ঘরবাড়ি ধ্বংস বা সোনা ও জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

বিজ্ঞাপন

গুয়াহাটির বহুতল ভবনগুলো থেকে মানুষ দ্রুত নিচে নেমে আসে ভূমিকম্পের সময়। স্থানীয় প্রশাসন বলেছে, তারা পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে এবং কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখতে জরুরি দল মোতায়েন করা হয়েছে। পাহাড়ি এই অঞ্চলে ভূমিকম্পের পর ভূমিধসের মতো কোনো ঘটনা ঘটেছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD