শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়- মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭।
বিজ্ঞাপন
শনিবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে আর্জেন্টিনার সান্তিয়াগো দেল এস্তেরো প্রদেশের আনাতুয়া শহরের উত্তর-পশ্চিমে প্রায় ৩৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬০৬ কিলোমিটার গভীরে।
এদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ও একই এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প শনাক্তের তথ্য নিশ্চিত করেছে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
আর্জেন্টিনা ও চিলির দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এর আগে চলতি বছরের মে মাসে। সে সময় বিশ্বের সর্বদক্ষিণের শহর হিসেবে পরিচিত উশুয়াইয়া শহরের বিগল চ্যানেলে অন্তত তিন ঘণ্টার জন্য নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাল্টা প্রদেশে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এর আগে সেপ্টেম্বর মাসে।
বিশেষজ্ঞদের মতে জানা যায়, আর্জেন্টিনায় বড় ধরনের ভূমিকম্প তুলনামূলকভাবে কম হলেও দেশের পশ্চিমাঞ্চল মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে আন্দিজ পর্বতমালা সংলগ্ন চিলি সীমান্তবর্তী অঞ্চল নাজকা প্লেট ও দক্ষিণ আমেরিকান প্লেটের সংঘর্ষস্থল হওয়ায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।








