তাইওয়ানকে ঘিরে বিশাল সামরিক মহড়া চালাচ্ছে চীন

চীনা সেনাবাহিনী সোমবার (২৯ ডিসেম্বর) থেকে স্বায়ত্বশাসিত দ্বীপভূখণ্ড তাইওয়ানকে ঘিরে বিশাল সামরিক মহড়া শুরু করেছে।
বিজ্ঞাপন
‘জাস্টিস মিশন-২০২৫’ নামে মহড়াটি তাইওয়ানের জলসীমা ও আকাশপথে পরিচালিত হবে। এতে চীনের নৌবাহিনী, বিমানবাহিনী, রকেট ইউনিট ও স্থলবাহিনী সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
আরও পড়ুন: তুষারঝড় জোহান্নেসের তাণ্ডবে ৩ প্রাণহানি
মহড়ার আয়োজনের মূল কারণ হিসেবে চীন তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অস্ত্র ক্রয় চুক্তিকে উল্লেখ করেছে। এ চুক্তির আওতায় তাইওয়ান যুক্তরাষ্ট্র থেকে ১,১১০ কোটি ডলারের সমরাস্ত্র কিনবে, যার মধ্যে রয়েছে হিমার্স রকেট সিস্টেম, ট্যাংক, সাঁজোয়া যান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, লয়টারিং ড্রোন ও হাউইৎজার কামান।
বিজ্ঞাপন
চীনের পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র জেনারেল শি ই বলেছেন, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী সরকার ও রাজনৈতিক গোষ্ঠীগুলোকে কড়া সতর্কবার্তা দিতেই এই মহড়া আয়োজন করা হয়েছে। চীনের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যকে কোনোভাবে ক্ষুণ্ণ করা সহ্য করা হবে না।
উত্তরে তাইওয়ানের প্রেসিডেন্টের মুখপাত্র কারেন কুও মন্তব্য করেছেন, চীনের এই মহড়া ইন্দো-প্রশান্ত অঞ্চলে তাইওয়ানের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে প্রভাবিত করেছে এবং আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখা যায়।








