Logo

মৌলভীবাজারে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
৭ জানুয়ারি, ২০২৬, ১৮:৩২
মৌলভীবাজারে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মৌলভীবাজারে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

বিজ্ঞাপন

বুধবার (৭ জানুয়ারি) জেলা শহরের মহিলা সংস্থার হলরুমে আয়োজিত এ সেমিনারের আয়োজন করে আঞ্চলিক তথ্য অফিস, সিলেট। জেলার তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের পরিচালক মো. আকিকুর রেজা।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা এবং পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন (পিপিএম)।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সঠিক ও যাচাই-বাছাই করা তথ্য প্রচার জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, নির্বাচন ও গণভোট চলাকালে দায়িত্বশীল সাংবাদিকতা জনগণের আস্থা অর্জনে সহায়ক হয়। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি ভুল তথ্য ও অপপ্রচার রোধে আরও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

বিজ্ঞাপন

সেমিনারে অংশগ্রহণকারী সাংবাদিকরা নির্বাচনকালীন চ্যালেঞ্জ, তথ্যপ্রাপ্তি ও পেশাগত দায়িত্ব নিয়ে মতবিনিময় করেন।

জেবি/আরএক্স/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD