Logo

ব্রাজিলে বিক্ষোভ সমাবেশে বজ্রপাত, আহত ৮৯

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি, ২০২৬, ১৭:৩৯
ব্রাজিলে বিক্ষোভ সমাবেশে বজ্রপাত, আহত ৮৯
ছবি: সংগৃহীত

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকদের এক সমাবেশের কাছে বজ্রপাতের ঘটনায় অন্তত ৮৯ জন আহত হয়েছেন। দেশটির অগ্নিনির্বাপণ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ ঘটনা তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, বৃষ্টির মধ্যেই বলসোনারোর সমর্থনে হাজারো মানুষ রাজধানীতে জড়ো হয়েছিলেন। সমাবেশ চলাকালে আকস্মিক বজ্রপাত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রঙিন ছাতা ও প্লাস্টিক পরিহিত লোকজন হঠাৎ আলোর ঝলকানি ও বজ্রধ্বনিতে দিশেহারা হয়ে পড়েন এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলেই ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ৪৭ জনকে হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এই সমাবেশের আয়োজন করেছিলেন ব্রাজিলের আইনপ্রণেতা নিকোলাস ফেরেইরা। তিনি বলসোনারোর জন্য সাধারণ ক্ষমার দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছিলেন।

সাবেক রাষ্ট্রপ্রধান জইর বলসোনারো বর্তমানে ব্রাসিলিয়ার পাপুদা পেনিটেনশিয়ারি কমপ্লেক্সে বন্দি রয়েছেন। বিভিন্ন শারীরিক জটিলতার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD