Logo

ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে প্রাণ গেল অন্তত ৩০ জনের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি, ২০২৬, ১১:৩২
ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে প্রাণ গেল অন্তত ৩০ জনের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত অঞ্চলে ভারী তুষারপাত, জমাট বরফ ও তীব্র ঠান্ডায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর (এনডব্লিউএস) জানিয়েছে, দেশের পূর্বাংশের বড় একটি অংশজুড়ে আগামী কয়েক দিন ‘হিমশীতল বাতাস’ বয়ে যাবে। অনেক এলাকায় তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যেতে পারে এবং কোথাও কোথাও রেকর্ড পরিমাণ ঠান্ডা পড়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

ফেব্রুয়ারির শুরু পর্যন্ত স্বাভাবিকের চেয়ে অনেক কম তাপমাত্রা থাকতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

এদিকে, ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সরবরাহও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে ৬ লাখ ৭০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলে।

এ পরিস্থিতিতে ইউনিভার্সিটি অব মিসিসিপি জানিয়েছে, চলমান চরম শীত ও পুনরুদ্ধার কার্যক্রমের কারণে অক্সফোর্ড ক্যাম্পাসে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

শীতকালীন ঝড়ে ভ্রমণ ব্যবস্থাও ভয়াবহভাবে ব্যাহত হয়েছে। রবিবার যুক্তরাষ্ট্রজুড়ে সাড়ে ১০ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়। সোমবারও প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বিমান সংস্থাগুলো।

কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হওয়ার এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD