দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক ২৫ শতাংশে উন্নীত করলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেদের মিত্র দেশ দক্ষিণ কোরিয়ার ওপর ধার্যকৃত রপ্তানি শুল্ক ১৫ শতাংশ থেকে ২৫ শতাংশে উন্নীত করেছেন। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।
বিজ্ঞাপন
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, দক্ষিণ কোরিয়া থেকে আসা যানবাহন, কাঠ, ওষুধসহ বিভিন্ন পণ্যের ওপর অবিলম্বে এই বর্ধিত শুল্ক কার্যকর হবে। পোস্টে তিনি ব্যাখ্যা দিয়েছেন, “দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমাদের একটি ঐতিহাসিক বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
তবে দেশটির আইনসভা সেই চুক্তি কার্যকর হতে দেয়নি। এ কারণেই আমি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দক্ষিণ কোরিয়া থেকে আসা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।”
বিজ্ঞাপন
তবে ট্রাম্পের এ সিদ্ধান্তে একটি ব্যতিক্রম আছে। ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার গাড়ির ওপর ২৭ শতাংশ শুল্ক ধার্য ছিল, তাই নতুন শুল্ক প্রয়োগে গাড়ির ক্ষেত্রে শুল্ক কমে যাবে।
এদিকে, দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র: এএফপি








