Logo

হামলা হলে কঠোর ও চূড়ান্ত জবাব দেবে ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি, ২০২৬, ১৮:২২
হামলা হলে কঠোর ও চূড়ান্ত জবাব দেবে ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক পদক্ষেপ নিলে তার কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে— এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবাই। বাহরাইনে একটি অনুষ্ঠানের ফাঁকে ইন্দোনেশিয়ার সংসদীয় প্রতিনিধিদলের প্রধানের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

বিজ্ঞাপন

হাজিবাবাই অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন ও নিয়মকানুনকে দুর্বল করে সামরিক আগ্রাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। তার ভাষায়, ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনো হুমকি, উত্তেজনা বা সংঘাত শুরু করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে সরাসরি বা পরোক্ষ যেকোনো আগ্রাসনের জবাব জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত আত্মরক্ষার অধিকারের ভিত্তিতে তাৎক্ষণিক, কঠোর ও উপযুক্তভাবে দেওয়া হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোও ওয়াশিংটনের চাপ ও অতিরিক্ত দাবির বাইরে নয়। আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে দুর্বল ও অকার্যকর করে তুলতে পরিকল্পিত প্রচেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে, ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ‘নির্ভুল হামলা’ চালানোর বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করছে বলে খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপ চলতি সপ্তাহেই হতে পারে, যদিও পরিস্থিতির ওপর নির্ভর করে সময় পরিবর্তিত হতে পারে। মার্কিন প্রশাসনের ভেতরে এ নিয়ে মতভেদ রয়েছে এবং ইরানের সম্ভাব্য প্রতিশোধের পরিণতি নিয়েও কর্মকর্তারা বিভক্ত অবস্থানে আছেন।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD