Logo

যেভাবে বুঝবেন আপনি বিয়ের জন্য প্রস্তুত, জেনে নিন

profile picture
জনবাণী ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৫, ১৫:৪৫
4Shares
যেভাবে বুঝবেন আপনি বিয়ের জন্য প্রস্তুত, জেনে নিন
ছবি: সংগৃহীত

বিয়ে নিয়ে বর্তমানে অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগছেন। পরিবার থেকে চাপ দিলেও ব্যক্তিগতভাবে বিয়ের জন্য প্রস্তুত কিনা সেটা অনেকেই জানেন না। তাই জীবনের নতুন গুরুত্বপূর্ণ এই ইনিংস শুরু করার আগে নিজের প্রস্তুতির কোন কোন বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত।

বিজ্ঞাপন

তবে চলুন জেনে নেওয়া যাক বিয়ের প্রস্তুতির বিষয়ে

সম্ভাব্য সঙ্গীর সঙ্গে মতের মিল

আপনি যাকে বিয়ে করতে চলেছেন, তার সঙ্গে আপনার বিশ্বাস, আদর্শ ও জীবনের উদ্দেশ্যের মিল থাকা খুবই জরুরি। সম্ভাব্য সঙ্গীর সঙ্গে আপনার আকাঙ্ক্ষা, চাহিদা ও লক্ষ্যের বিষয়ে খোলামেলা আলোচনা করুন। তার কথাও শুনুন। এই বিষয়গুলো মিল করলে বুঝতে পারবেন, আপনি এই মানুষকে বিয়ে করতে কতটা প্রস্তুত। 

বিজ্ঞাপন

সেই মানুষের পেশা, খাদ্যাভ্যাস ও শখের মতো বিষয়গুলো সম্পর্কেও জানুন। সবকিছুতেই মিল পাওয়াটা অসম্ভব। কিন্তু বিয়ের পর দুজনের কারও বিশ্বাস বা আদর্শে যাতে আঘাত না আসে, সেদিকটা আগেই নিশ্চিত করা প্রয়োজন।

আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা

বিজ্ঞাপন

বিয়ে করতে হলে আপনাকে আবেগীয় দিক থেকে স্থির ও সহনশীল হতে হবে। সঙ্গীর সঙ্গে সুন্দরভাবে কথা বলা, মতবিরোধ হলে শান্তিপূর্ণভাবে সমাধান করা এবং সঙ্গীর ব্যথায় সমব্যথী হওয়ার মতো গুণ আপনার মধ্যে আছে কি না, বুঝতে চেষ্টা করুন। কারণ, অল্পতেই রেগে যাওয়া বিয়ের পর দাম্পত্যে ব্যাপক প্রভাব ফেলতে পারে।

পরিণত আচরণের সংকল্প

যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং প্রয়োজনে নতুন পরিস্থিতি থেকে কিছু শেখার মানসিকতা থাকতে হবে। একজন দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই মানসিকতা ধারণ করেন। 

বিজ্ঞাপন

এই মানসিকতা না থাকলে বিয়ের পর জীবনের বিভিন্ন পরিবর্তনের মুখোমুখি হয়ে আপনি মুশকিলে পড়তে পারেন। ‘আমি কখনও ঘরের কাজ করিনি, এসব আমার কাজ নয়’—এমন ভাবনা মনের ভেতর থাকার অর্থই হলো আপনি বিয়ের জন্য প্রস্তুত নন।

আর্থিক প্রস্তুতি

বিয়ের পর নতুন সংসারের আর্থিক দিকগুলো কীভাবে সামলাবেন, তা ভেবে রাখুন। যার সঙ্গে আপনার বিয়ে হচ্ছে, তার জীবনধারার খরচ সম্পর্কেও ধারণা রাখুন। যখনকার ব্যাপার, তখন দেখা যাবে—এমনটাটা ভাবা উচিত নয়। 

বিজ্ঞাপন

সংসার শুরু করার পর সব মিলিয়ে কেমন টাকাপয়সা প্রতি মাসে খরচ হতে পারে, সেদিকটা বুঝে নিন। একই সঙ্গে আপনি সেই পরিমাণ অর্থ উপার্জন করেন কি না, সেটাও ভেবে দেখুন।

নিজের সম্পর্কে সচেতনতা

বিজ্ঞাপন

নিজের দোষ–গুণের দিকে মনোযোগী হোন, নিজেকে জানুন। আপনার দোষগুলো বিয়ের পর দাম্পত্যে কেমন প্রভাব ফেলতে পারে, ভেবে দেখুন। নিজের ভেতর ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করুন। নিজের দুর্বলতা, শক্তি ও অভিজ্ঞতার আলোকে যাচাই করুন, বিয়ের মতো দায়বদ্ধতার ভার নিতে আপনি প্রস্তুত কি না।

সহযোগিতামূলক আচরণ

ভেবে দেখুন, পরিবার ও বন্ধুদের প্রতি তো বটেই, সামাজিক সম্পর্কগুলোর ক্ষেত্রেও আপনি অন্যের প্রতি সহযোগী আচরণ করেন কি না। মনে রাখবেন, বিয়ের পর জীবনসঙ্গী ও তার পরিবারের প্রতি আপনার কিছু কর্তব্য থাকবে, তাদের সহযোগিতাও করতে হবে নানাভাবে। এসব বিষয়ে আপনি প্রস্তুত আছেন কি না, যাচাই করে নিন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD