Logo

পারফিউমও কি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলানো দরকার

profile picture
জনবাণী ডেস্ক
২২ অক্টোবর, ২০২৫, ২০:২২
26Shares
পারফিউমও কি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলানো দরকার
ছবি: সংগৃহীত

ষড়ঋতুর দেশ বাংলাদেশ এখানে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় জীবনযাত্রার বিভিন্ন দিক। পোশাক, খাবার, ত্বকের যত্ন সব কিছুতেই আসে লক্ষ্যনীয় সব পরিবর্তন।

বিজ্ঞাপন

তবে আপনি কি জানেন, ঋতু বদলের সঙ্গে পারফিউম বা সুগন্ধিও বদলানো উচিত? বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি আবহাওয়ার প্রভাবে শরীরের তাপমাত্রা ও ত্বকের রসায়নে পরিবর্তন ঘটে, যা সুগন্ধির স্থায়িত্ব ও ছড়ানোর ধরনে ব্যাপক প্রভাব ফেলে।

কেন বদলাতে হবে সুগন্ধি

গবেষণায় দেখা গেছে, গ্রীষ্মকালে শরীরের তাপমাত্রা বেশি থাকায় সুগন্ধ দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে হালকা বা সাইট্রাসধর্মী ফ্রেশ ঘ্রাণ বেশি মানানসই। অন্যদিকে শীতকালে শরীরের তাপমাত্রা কম থাকে, তাই কড়া, গভীর ও কস্তুরীজাতীয় ঘ্রাণ বেশিক্ষণ স্থায়ী হয়। এই কারণেই বড় পারফিউম ব্র্যান্ডগুলো এখন মৌসুমি সুগন্ধি সংগ্রহে রাখছে।

বিজ্ঞাপন

কোন ঋতুতে কোন সুগন্ধি উপযুক্ত হবে তবে চলুন জেনে নিন...

গ্রীষ্মকাল: হালকা, ফ্রেশ ও সাইট্রাসভিত্তিক সুগন্ধি যেমন, লেমন, ম্যান্ডারিন, মিন্ট বা গ্রিন টি ঘ্রাণের পারফিউম ব্যবহার করা ভালো। এগুলো ঘামের পরও সতেজতা বজায় রাখে।

বিজ্ঞাপন

শীতকাল: গভীর ও উষ্ণ সুগন্ধি যেমন ভ্যানিলা, অ্যাম্বার, আউড, মস্ক বা স্পাইসি ওরিয়েন্টাল ঘ্রাণের পারফিউম দীর্ঘস্থায়ী হয় এবং ঠাণ্ডা আবহাওয়ায় দারুণ মানিয়ে যায়।

বিশেষজ্ঞদের পরামর্শ

বিজ্ঞাপন

পারফিউম শুধু ঘ্রাণ নয়, এটি ব্যক্তিত্বের প্রকাশও। তাই আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে সুগন্ধি ব্যবহার করলে নিজেকে যেমন আরামদায়ক রাখা যায়, তেমনি চারপাশেও তৈরি হয় মনোমুগ্ধকর পরিবেশ।

উল্লেখ্য

ঋতুর সঙ্গে যেমন পোশাক বদলানো হয়, তেমনি পারফিউমেও পরিবর্তন আনা উচিত। এতে সুগন্ধি থাকবে দীর্ঘস্থায়ী, আর আপনি থাকবেন আত্মবিশ্বাসী ও সতেজ।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD