Logo

আবাসিক হোটেলে যেসব কাজ ভুলেও করবেন না, জেনে নিন

profile picture
জনবাণী ডেস্ক
২২ অক্টোবর, ২০২৫, ১৯:১৬
29Shares
আবাসিক হোটেলে যেসব কাজ ভুলেও করবেন না, জেনে নিন
ছবি: সংগৃহীত

অফিসিয়াল কিংবা ব্যক্তিগত কাজে দেশের বাইরে বা অন্য এলাকায় ভ্রমণে গেলে অনেক সময় আবাসিক হোটেলে থাকতে হয়। কিন্তু অনেকেই জানেন না, এসব হোটেলে কিছু অসতর্ক আচরণ বড় ধরনের বিপদের কারণ হতে পারে। তাই সুরক্ষার স্বার্থে কিছু নিয়ম মেনে চলা জরুরি।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, অজানা জায়গায় অবস্থানকালে সচেতন না হলে ব্যক্তিগত নিরাপত্তা, আর্থিক ক্ষতি কিংবা গোপনীয়তা হারানোর যথেষ্ঠ আশঙ্কা থাকে।

নিচে হোটেলে থাকার সময় যেসব বিষয়ে সতর্ক থাকা উচিত, তবে চলুন জেনে নিন সতর্কতা গুলো কি কি—

১️. দরজা সবসময় লক রাখুন: শুধু দরজা বন্ধ রাখলেই হবে না, ‘ডু নট ডিস্টার্ব’ সাইন ব্যবহার করুন যেন কেউ বিরক্ত না করে।

বিজ্ঞাপন

২. অচেনা কাউকে দরজা খুলে দেবেন না: দরজায় কেউ নক করলেও আগে লুকিং গ্লাসে দেখে পরিচয় নিশ্চিত হোন।

৩️. মূল্যবান জিনিস লকারে রাখুন: রুমে টাকা-পয়সা, গহনা বা গুরুত্বপূর্ণ নথি না রেখে হোটেলের নিরাপদ লকার ব্যবহার করুন।

বিজ্ঞাপন

৪️. চেক-ইনের সময় বেশ সতর্ক থাকুন: কাউন্টারে উচ্চস্বরে রুম নম্বর বলবেন না। এতে অপরিচিত কেউ আপনার রুমের তথ্য জেনে নিতে পারে।

৫️. গোপন ক্যামেরা পরীক্ষা করুন: রুম ও বাথরুমে সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান, কর্তৃপক্ষকে নয়।

৬. ছারপোকা দেখলে জানিয়ে দিন: বিছানা বা সোফায় ছারপোকা দেখলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানান। এগুলো আপনার লাগেজে ঢুকে বাসায় পর্যন্ত পৌঁছে যেতে পারে।

বিজ্ঞাপন

৭️. মিনিবারের পানীয় এড়িয়ে চলুন: অনেক সময় মিনিবারের পানীয় অতিরিক্ত দামে বিক্রি হয় বা অজানা উপাদান থাকতে পারে, যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সামান্য কিছু সতর্কতা আপনার ভ্রমণকে রাখতে পারে নিরাপদ ও নির্ভার। তাই হোটেলে অবস্থানের সময় সর্বদা সচেতন থাকুন, আর নিরাপত্তাকে প্রাধান্য দিন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD