Logo

জেনে নিন, ক্ষীরসা পিঠা তৈরির সহজ রেসিপি

profile picture
জনবাণী ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২৫, ১৮:৪৪
34Shares
জেনে নিন, ক্ষীরসা পিঠা তৈরির সহজ রেসিপি
ছবি: সংগৃহীত

শীত মানেই বাহারী রকমের পিঠার সব আয়োজন। এই সময় খেজুর রস কিংবা গুঁড়ের মিষ্টি স্বাদে ভরা সেসব পিঠার স্বাদ যেন মুখে লেগে থাকার মতো। তবে শীতের পিঠা মানে কেবলই খেজুরের গুঁড় নয়, আরও অনেক ধরনের পিঠা খাওয়া হয় এসময়। সেরকমই একটি পিঠা হলো ক্ষীরসা পিঠা। ক্ষীরের পুর দিয়ে তৈরি করা এই পিঠার স্বাদও বেশ লোভনীয়। তবে চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

বিজ্ঞাপন

ক্ষীরসা পিঠা পুরের জন্য যা লাগবে

তরল দুধ- ১ কেজি

কনডেন্স মিল্ক- ১/২ কাপ

বিজ্ঞাপন

গুঁড়া দুধ- ১/২ কাপ

এলাচ গুঁড়া- ১ চিমটি।

বিজ্ঞাপন

ডো এর জন্য যা লাগবে

চালের গুঁড়া- ২ কাপ

লবণ- সামান্য পরিমাণ

বিজ্ঞাপন

পানি- পরিমাণমতো।

দুধ জ্বাল করে নিতে হবে। এবার পুরের জন্য রাখা বাকি উপকরণ মিশিয়ে নাড়ুন। নাড়তে থাকুন যতক্ষণ না ঘন হয়ে আসে। আঠালো ভাব হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন।

বিজ্ঞাপন

চালের গুঁড়া দিয়ে রুটির মতো ডো করে নিন। এবার মোটা রুটির মতো তৈরি করে তার ভেতরে ক্ষীরের পুর দিয়ে মুখ বন্ধ করে দিন। অল্প আঁচে ডুবো তেলে ভেজে নিন। সোনালি হয়ে এলে তেল থেকে তুলে পরিবেশন করুন সুস্বাদু ক্ষীরসা পিঠা।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD