Logo

আগুনে পিঁপড়া পোড়ানো কি জায়েজ

profile picture
জনবাণী ডেস্ক
২১ ডিসেম্বর, ২০২৫, ১৯:২৭
5Shares
আগুনে পিঁপড়া পোড়ানো কি জায়েজ
ছবি: সংগৃহীত

বিখ্যাত সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত, এক সফরে আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি পেশাব-পায়খানা করতে চলে গেলেন। অতঃপর আমরা একটি লাল রঙের (হুম্মারাহ) পাখী দেখলাম। পাখীটির সাথে তার দুটো বাচ্চা আছে। আমরা তার বাচ্চাগুলোকে ধরে নিলাম। পাখীটি এসে আমাদের আশে-পাশে ঘুরতে লাগল।

বিজ্ঞাপন

এমতাবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন- তিনি বলেন, এই পাখীটিকে ওর বাচ্চাদের জন্য কে কষ্টে ফেলেছে? ওকে ওর বাচ্চা ফিরিয়ে দাও।

তারপর তিনি পিঁপড়ের একটি গর্ত দেখতে পেলেন, যেটাকে আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। তা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এ গর্তটি কে জ্বালাল? আমরা জবাব দিলাম যে, ’আমরা (জ্বালিয়েছি)।’ দয়াল নবীজি বললেন, ‘আগুনের মালিক (আল্লাহ) ছাড়া আগুন দিয়ে শাস্তি দেওয়া আর কারো জন্য সঙ্গত নয়। (আবু দাউদ, হাদিস : ২৬৭৭)

বিজ্ঞাপন

দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেন- কাউকে বা কোনো কিছুকে আগুনের মাধ্যমে শাস্তি দেওয়া এমন একটি কাজ যা আল্লাহ তায়ালার একচেটিয়া অধিকার, অন্য কারো জন্য তা বৈধ নয়।

১.প্রাকৃতিক প্রয়োজন অর্থাৎ, পেশাব-পায়খানার জন্য নিজেকে অন্যদের থেকে আড়াল করার শিক্ষা।

২.পশু-পাখিরবাচ্চা কেড়ে নিয়ে তাদের উপর নির্যাতন করা নিষেধ।

বিজ্ঞাপন

৩.আগুনে পিঁপড়া এবং পোকামাকড় পোড়ানো নিষেধ।

৪.প্রাণীদের প্রতি করুণা ও দয়া করার তাগিদ দেওয়া এবং ইসলামই প্রথম তা করেছিল।

৫.পশু- পাখির প্রতি মহানবী (সা.)-এর করুণার প্রকাশ।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD