Logo

মধ্যপ্রাচ্যে আজ রজবের চাঁদ উঠলে, যে দিন থেকে পবিত্র রমজান শুরু

profile picture
জনবাণী ডেস্ক
২০ ডিসেম্বর, ২০২৫, ১৮:২৩
11Shares
মধ্যপ্রাচ্যে আজ রজবের চাঁদ উঠলে, যে দিন থেকে পবিত্র রমজান শুরু
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য ও বেশিরভাগ ইসলামিক দেশে আজ আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের অর্ধচন্দ্রের সন্ধান করা হবে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে শনিবার (২০ ডিসেম্বর) প্রস্তুতি নেওয়া হয়েছে।

যদি রজবের চাঁদ দেখা যায় তাহলে পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র দুই মাস বাকি থাকবে।

বিজ্ঞাপন

আরবি চারটি পবিত্র মাসের একটি হলো রজব। এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ রজব শুরুর মাধ্যমে রমজান আসার অপেক্ষা শুরু হয়ে যায়। রজবের পর আসে শা’বান মাস। আর শা’বান শেষ হওয়ার পরপরই শুরু হয় মহিমান্বিত রমজান।

এ বছর রমজান শুরু হতে আর কতদিন বাকি থাকবে?

আরবি মাসগুলো মূলত সূর্যাস্তের পরপরই শুরু হয়। যদি আজ (শনিবার) রজবের চাঁদ দেখা যায় এবং মাসটি শুরু হয় এবং রজব মাসটি ২৯ এবং শা’বান মাসটি ৩০ দিনের হয়, তাহলে পবিত্র রমজান মাস আসতে আর মাত্র ৬০ বা ৬১ দিন বাকি থাকবে। সবশেষে চাঁদ দেখে রমজান শুরুর দিন চূড়ান্ত হবে।

বিজ্ঞাপন

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর সম্ভাবনা রয়েছে। যদি এমনটি হয় তাহলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতের রমজানের প্রথমদিন হবে ১৯ ফেব্রুয়ারি। কিন্তু যদি চাঁদ দেখা না যায় তাহলে পবিত্র এ মাস শুরুর দিন একদিন পিছিয়ে যাবে। সূত্র: গালফ নিউজ।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD