Logo

স্মার্ট ও সুস্বাদু তাওয়া চিকেন পোলাও রেসিপি

profile picture
জনবাণী ডেস্ক
২০ জানুয়ারি, ২০২৬, ১৬:১২
স্মার্ট ও সুস্বাদু তাওয়া চিকেন পোলাও রেসিপি
ছবি: সংগৃহীত

পোলাও-এর স্বাদ সবসময়ই সবাইকে লোভনীয় লাগে। বিশেষত তাওয়া চিকেন পোলাও—একটি ওয়ান-পট ডিশ, যা অল্প সময়ে অতিথি আপ্যায়ন বা পরিবারের জন্য তৈরি করা যায়।

বিজ্ঞাপন

প্রয়োজনীয় উপকরণ, বাসমতি চাল – ২০০ গ্রাম, গ্রাম চিকেন – ২৫০ গ্রাম, লবণ – স্বাদমতো, হলুদ গুঁড়া – ১ চা চামচ, ধনেপাতা কুচি – ২ চা চামচ, টক দই – ২ চা চামচ, গরম মসলা গুঁড়া – ২ চা চামচ, জিরা গুঁড়া – ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়া – ১ চা চামচ, মরিচ গুঁড়া – ১ চা চামচ, গরম পানি – ১/৪ কাপ, পেঁয়াজ কুচি – ২টি, আদা-রসুন বাটা – ২ চা চামচ, টমেটো কুচি – ১টি, তেল – ১০০ গ্রাম, আস্ত জিরা – ১/২ চা চামচ, চিনি – ১ চা চামচ, কেওড়া জল – ১ চা চামচ

প্রস্তুত প্রণালী চিকেনের সঙ্গে লবণ, হলুদ এবং টক দই মেশিয়ে ৩–৪ ঘণ্টা ম্যারিনেট করতে রাখুন।

বিজ্ঞাপন

চাল প্রস্তুতি, বাসমতি চাল ভালোভাবে ধুয়ে নিন। লবণ দিয়ে ৭০% সেদ্ধ করুন এবং পানি ঝরিয়ে রাখুন। ভাজা মসলা তৈরি তেলে আস্ত জিরা ফোড়ন দিন। কুচি পেঁয়াজ এবং আদা-রসুন বাটা দিয়ে হালকা ভাজুন। এরপর লবণ, হলুদ, মরিচ, গরম মসলা, ধনিয়া ও জিরা গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন।

কুচি টমেটো দিয়ে মসলা ভাজা হলে চিকেন মেশান এবং ৫–৭ মিনিট কষিয়ে নিন।

চাল ও পানি যোগ করা, গরম পানি এবং ধনেপাতা দিয়ে মিশিয়ে দিন। চাল দিয়ে রান্না করুন যতক্ষণ না পানি পুরোপুরি শুকিয়ে যায়।

বিজ্ঞাপন

শেষ ধাপ: চিনি ও কেওড়া জল মেশান। ভাত ও মশলাযুক্ত চিকেন ৫ মিনিট আরও রান্না করুন। পরিবেশন: গরম গরম পোলাও পরিবেশন করুন।

এই তাওয়া চিকেন পোলাও অল্প সময়ে তৈরি হয়ে যায় এবং স্বাদে ভরপুর। চাইলে সঙ্গে সালাদ বা রাইতা দিতে পারেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD