আ.লীগ ক্ষমতায় আছে বলে বিভিন্ন ভাতা চালু আছে: স্বাস্থ্যমন্ত্রী

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
বিজ্ঞাপন
আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে সকল প্রকার ভাতা চালু রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
বিজ্ঞাপন
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে সকল প্রকার ভাতা চালু রয়েছে। জনগণ বিনামূল্যে বই পাচ্ছেন, করোনার টিকা বিনামূল্যে পেয়েছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সকল সামাজিক ভাতা সচল রাখতে হলে এ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, করোনার সময় ভ্যাকসিন কি বিএনপি দিয়েছিল? ওই সময় তারা আপনাদের পাশে না থেকে অপপ্রচার করেছে। তারা ক্ষমতায় থাকতে বোমাবাজি করে মানুষ হত্যা করেছে।
বিজ্ঞাপন
যুদ্ধের কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এখন আস্তে আস্তে দাম কমছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
জেবি/এসবি









