মিরপুরে আবারও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

শ্রমিকদের রাস্তায় দেখলেই যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন চালক।
বিজ্ঞাপন
রাজধানীর মিরপুরে তৃতীয় দিনের মতো আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। বেতন ভাতা বৃদ্ধি ও মঙ্গলবার (৩১ অক্টোবর) শ্রমিকদের ওপর হামলার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টসকর্মীরা।
বুধবার (১ নভেম্বর) সকাল ৮ টার দিকে রাজধানীর মিরপুর এলাকায় পোশাকশ্রমিকেরা আন্দোলন শুরু করে। এতে মিরপুর ১, ২, ১০, ১১, ১২, ১৩ ও আশপাশ এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের রাস্তায় দেখলেই যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন চালক।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সরজমিনে দেখা গেছে, সকাল ৮টার দিকে পল্লবী পূরবী সিনেমা হলের সামনে পোশাকশ্রমিকেরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে। পরে তারা মিরপুর ১০ নম্বরের দিকে জড়ো হয়ে সড়ক অবরোধ করে। সেখান থেকে মিছিল করে শ্রমিকেররা মিরপুর ১৩ নম্বর ও কচুক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করলো ওমান
বিজ্ঞাপন
পরবর্তীতে তারা এসব জায়গা থেকে সরে এসে মিরপুর ১০ নম্বর ও পূরবী সিনেমা হলের সামনে আন্দোলনরত শ্রমিকরা অবস্থান করছে। এ বিষয়ে পল্লবী থানার ওসি মাহফুজুর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন,“শ্রমিকরা গতকালের মতো আজকেও রাস্তায় অবস্থান নিয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
বিজ্ঞাপন
জেবি/এসবি








