Logo

এবারের ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শেষ

profile picture
জনবাণী ডেস্ক
৩১ মার্চ, ২০২৪, ০১:৪২
51Shares
এবারের ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শেষ
ছবি: সংগৃহীত

রবিবার (২৪ মার্চ) সকালে ঈদে ঘুরমুখো মানুষের ট্রেনের টিকিট পেতে এক ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়। সাত দিন পর সেই যুদ্ধ শেষ হয় শনিবার (৩০ মার্চ)।

বিজ্ঞাপন

এবারের ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শেষ হয়েছে আজ। শেষ দিনও টিকিটের ব্যাপক চাহিদা দেখা গেছে। এদিন সকালে পশ্চিমাঞ্চলের মাত্র একটি আসনের জন্য আসনপ্রত্যাশীরা ৮৮১ বার চেষ্টা করেছেন। বিক্রি শুরু হওয়ার প্রথম ৩০ মিনিটে ঢাকা থেকে বহির্গামী সাড়ে ১২ হাজারের বেশি আসন বিক্রি হয়েছে। দেশে বিক্রি হয়েছে সাড়ে ১৭ হাজারের বেশি টিকিট। ৭ দিনে মোট ২ লাখ ২৫ হাজার টিকিট বিক্রি করেছে রেলওয়ে। আগের মতো এবারও শতভাগ টিকিটই বিক্রি হয়েছে অনলাইনে।

রবিবার (২৪ মার্চ) সকালে ঈদে ঘুরমুখো মানুষের ট্রেনের টিকিট পেতে এক ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়। সাত দিন পর সেই যুদ্ধ শেষ হয় শনিবার (৩০ মার্চ)। কাউন্টার ফাঁকা থাকলেও অনলাইনে টিকিটের জন্য ছিল রীতিমতো যুদ্ধ। এ বছর পশ্চিমাঞ্চলের টিকিটের জন্য সর্বোচ্চ প্রায় তিন কোটি বার হিটের রেকর্ড হয় সার্ভারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শেষ দিন আজ শনিবার বিক্রি হয় ৩৩ হাজার ৫০০ টিকিট। এদিন দেওয়া হয় নিয়মিত ৪২টিসহ ৩টি ঈদ স্পেশাল ট্রেনের টিকিট। সকালের শিফটে সকাল ৮টায় শুরু হয় টিকিট বিক্রি। এদিন ৯ এপ্রিলের টিকিট নিতে সার্ভারে ৩০ মিনিটে হিট করেন ১ কোটি ২৩ লাখ বার। মাত্র ২ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় পশ্চিমাঞ্চলের ১৭ হাজার টিকিট। বরাবরের মতো এদিনও অনলাইনে টিকিট না পেয়ে কাউন্টারে ছুটে আসেন অনেকেই।

বিজ্ঞাপন

দ্বিতীয় ধাপে আগামী ৩ এপ্রিল থেকে ঈদের ফিরতি যাত্রার টিকিট ইস্যু করা হবে যা চলবে ৯ এপ্রিল পর্যন্ত।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD