Logo

নতুন কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৪, ২৩:৪৬
87Shares
নতুন কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ছবি: সংগৃহীত

শহীদদের ছবি, বিভিন্ন শ্লোগানসহ প্লেকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে। গণ-অভূত্থানে হাসিনা সরকারের পতন ও স্বাধীনতার ১ মাস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সারাদেশে ‘শহীদ মার্চ’ কর্মসূচি পালন করবে ছাত্ররা। বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে কর্মসূচি শুরু হবে।

 

বুধবার (৪ সেপ্টেম্বর) প্রেস কনফারেন্সে এ ঘোষণা দেন সমন্বয়ক সারজিস আলম। এসময় তার সঙ্গে হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমন্বয়ক সারজিস বলেন, “এদিন সারাদেশের প্রতিটি থানা, ইউনিয়ন, মহল্লা সব জায়গায় এ কর্মসূচি পালন হবে। যে যার জায়গা থেকে শহীদদের ছবি, বিভিন্ন শ্লোগানসহ প্লেকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়।”

বিজ্ঞাপন

মার্চ কর্মসূচিটি প্রথমে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, শাহবাগ রাজুবাস্কার্য হয়ে শহীদ মিনারে গিয়ে এই ‘শহীদ মার্চ’ শেষ হবে। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

নতুন কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন