পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর

সকালে রাজধানীর কারওয়ান বাজারের পেট্রোবাংলা কার্যালয়ে এই হামলা চালানো হয়।
বিজ্ঞাপন
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কতিপয় কর্মকর্তা-কর্মচারী কর্তৃক পেট্রোবাংলায় ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় তারা পেট্রোবাংলার কর্মকর্তা-কর্মচারীদের ওপরও হামলার চেষ্টা করে। এ সময় তারা পেট্রোবাংলার কর্মকর্তা-কর্মচারীদের ওপরও হামলার চেষ্টা করে।
তিতাস গ্যাসে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রতিবাদে এ বিক্ষোভ বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির বিক্ষোভকারী কর্মীরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ছাত্র আন্দোলনে নিহত ৬৩১, আহত ১৯ হাজার
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারের পেট্রোবাংলা কার্যালয়ে এই হামলা চালানো হয়।
জানা গেছে, নতুন নিয়োগ পাওয়া ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনেওয়াজ পারভেজকে মানতে পারছেন না তিতাসের কর্মকর্তা-কমর্চারীরা। আর এজন্য পেট্রোবাংলায় গিয়ে হামলা ও ভাঙচুর করেছে তিতাসের কতিপয় কর্মকর্তা ও কর্মচারী। এই ঘটনার কারণে আজ তিতাসে নতুন এমডি যোগদান করতে পারেননি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সোমবার (৯ সেপ্টেম্বর) পেট্রোবাংলার এক আদেশে শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাসের এমডির দায়িত্ব প্রদান করা হয়।
এদিকে, পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, তিতাসকে দুর্নীতিমুক্ত করতে আগের এমডিকে সরিয়ে নতুন এমডি নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু যারা দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী, তারা এটা মানতে না পেরে হামলা চালিয়েছে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








