ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ ঘোষণা দেন।
প্রধান উপদেষ্টা বলেন, "জাতির সত্যিকারের নবজন্ম হবে এই নির্বাচনের মধ্য দিয়ে। এটি হবে একটি মহোৎসবমুখর নির্বাচন।"
তিনি আরও উল্লেখ করেন, সমঝোতা হোক বা ঐক্য, যখন নির্বাচন অনুষ্ঠিত হবে তখন সব রাজনৈতিক দল ঐকমত্যের ভিত্তিতে অংশ নেবে। এর বাইরে ভিন্নমত রাখার সুযোগ নেই।
ড. ইউনূস রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে সমঝোতায় পৌঁছাতেই হবে। এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।
তিনি জোর দিয়ে বলেন, সংস্কার এবং জুলাই সনদ নিয়ে সবার মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। এভাবেই স্বৈরাচার পুনরায় ফিরে আসার পথ রোধ করা সম্ভব হবে এবং নির্বাচনের সার্থকতাও নিশ্চিত হবে।
এর আগে, বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
